Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিন দ্য ডে নিয়ে ব্যাপক প্রচার প্রচারণায় অনন্ত ও বর্ষা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

জনপ্রিয় নায়ক, প্রযোজক, ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের ‘দিন- দ্য ডে’ সিনেমাটি ঈদে মুক্তি পাবে। ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমাটির নির্মাণ প্রক্রিয়ার শুরু থেকেই দর্শকের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। এর শুটিং বাংলাদেশসহ ইরান, আফগানিস্তান, তুরস্কের বিভিন্ন লোকেশনে হয়েছে। আফগানিস্তানের অত্যন্ত বিপজ্জনক এলাকায় ঝুঁকি নিয়ে সিনেমাটির শুটিং হয়। এছাড়া এ সিনেমায় ইরান, লেবানন, তুরস্কের অনেক শিল্পী অভিনয় করেন। চার দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ভিন্ন শিল্পী এবং প্রেক্ষাপটে সিনেমাটির গল্প বিস্তৃত হওয়ায় স্বাভাবিকভাবেই এর প্রতি দর্শকের ব্যাপক আগ্রহ রয়েছে। এসব কিছুর হ্যাঙ্গার বা একসূত্রে গেঁথেছেন অনন্ত ও বর্ষা। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলর, টিজার প্রকাশিত হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এর চমৎকার পোস্টার দেখা যাচ্ছে। পোস্টার দেখেই বোঝা যায়, এটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা। সেই আবহ পোস্টারে ফুটে উঠেছে। সিনেমাটির প্রচার-প্রচারণার কাজেও অনন্ত-বর্ষা ব্যাপকভাবে যুক্ত হয়েছেন। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে প্রচার কার্যক্রম চালিয়েছেন, হেলিকপ্টারে করে বিভিন্ন স্থানে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। বলার অপেক্ষা রাখে না, দিন-দ্য ডে দেশের একমাত্র সিনেমা, যা একাধিক দেশে এবং আন্তর্জাতিক মানের শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে। এ ধরনের সিনেমা কেবল হলিউড-বলিউডেই নির্মিত হয়। এ প্রেক্ষিতে, বাংলাদেশে এ ধরনের সিনেমা এটাই প্রথম। এর প্রযোজনার সাথে যুক্ত হয়েছে ইরান। পরিচালনা করেছেন যৌথভাবে অনন্ত ও মুর্তজা আতাশ জমজম। ‘দিন দ্য ডে’ সিনেমাটি যে দেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্লকবাস্টার একটি সিনেমা হবে, তাতে সন্দেহ নেই। আমাদের সিনেমা যে সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের হয়, তার প্রতিনিধিত্বও বিশ্বজুড়ে স্বীকৃত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিন দ্য ডে নিয়ে ব্যাপক প্রচার প্রচারণায় অনন্ত ও বর্ষা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ