Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইন্দুরকানীতে মাদক বিরোধী প্রচার

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

ইন্দুরকানীতে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধকল্পে জেলা তথ্য অফিসের প্রচারাভিযান। গতকাল রোববার ইন্দুরকানী উপজেলার বিভিন্ন হাট-বাজার, ফেরিঘাট, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে মাদকের বিরুদ্ধে প্রচারাভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদকবিরোধী শ্লোগান ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’, ‘জীবন একটাই, তাকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’সহ ৬৫টি মাদক বিরোধী শ্লোগান মাইকিং করে প্রচার করা হয়।
এ ব্যাপারে জেলা তথ্য অফিসার মো. শাহ আলম বলেন, জাতিকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের আদেশক্রমে এ প্রচারাভিযান চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দুরকানীতে মাদক বিরোধী প্রচার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ