Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আউলিয়াগণ ইসলাম প্রচার ও প্রসারে ভূমিকা রাখছেন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার ব্যবস্থাপনায় মুহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রা.) স্মরণে ইমামুল আউলিয়া গাউসুল আযম কনফারেন্স রোববার রাতে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, ইসলামের মৌল দর্শনই হচ্ছে সূফিবাদ। আধ্যাত্মিকতা, নৈতিকতা ও মানবিকতার উৎকর্ষ সাধনের নামই সূফিতত্ত্ব। যুগে যুগে আউলিয়ায়ে কেরামগণ ইসলাম প্রচার-প্রসারে ভূমিকা রেখেছেন। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমান কনফারেন্সে সভাপতিত্ব করেন। আনজুমানে কাদেরীয়ার সভাপতি ছিপাতলী মাদরাসার প্রিন্সিপাল আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরীর সার্বিক তত্ত্বাবধানে কনফারেন্সে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, প্রিন্সিপাল আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, আল্লামা শফিউল আলম নেজামী, প্রিন্সিপাল আল্লামা ড. একেএম মাহবুবুর রহমান, অধ্যাপক মোজাহেদুল ইসলাম চৌধুরী, প্রিন্সিপাল আল্লামা আহমদ হোসেন আলকাদেরী, আল্লামা আব্দুল ওয়াদুদ, আল্লামা এ কে এম ইউসুফ আলকাদেরী, আল্লামা আবুল এরফান হাশেমী, আল্লামা শাহেদুর রহমান হাশেমী, প্রিন্সিপাল ড. আবদুর রাজ্জাক, প্রিন্সিপাল ড. আল্লামা ইসমাইল নোমানী, প্রিন্সিপাল আল্লামা আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম প্রচার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ