রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে হেয় প্রতিপন্ন ও উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার লক্ষ্যে গত বুধবার সমকাল পত্রিকায় ‘কালো টাকা সাদা করেও তিনি মন্ত্রী’ শীর্ষক মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলা পরিষদ চত্ত্বর উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ নাজিরপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর টু গোপালগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে আ.লীগের সিনিয়র নেতা শাহ আলম ফরাজীর সভাপতিত্বে আ.লীগ নেতা চঞ্চল কান্তি বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সমাজসেবক ও আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল, জেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ। এসময় বক্তারা নিউজটিকে মিথ্যা বানোয়াট দাবি করে পৃথক পৃথক বক্তৃতায় বলেন মন্ত্রীর বিরুদ্ধে একটি অসাধু কুচক্রিমহল হলুদ সাংবাদিক মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।