Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লৌহজংয়ে বিদ্যালয়,বাজার ও গ্যারেজে একই রাতে চুরি

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২২, ৪:৫৪ পিএম | আপডেট : ৪:৫৭ পিএম, ২০ নভেম্বর, ২০২২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের গাঁওদিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাঁওদিয়া বাজারের দুটি দোকানে ও একটি গ্যারেজে চুরি হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মোড়ল ও ১নং ওয়ার্ড ইউপি সদস্য তোবারক ঢালী জানান, চোর চক্র তালা ভেঙে বিদ্যালয়ের ল্যাপটপ, প্রিন্টার, প্রজেক্টর, মাইকের মেশিন নিয়ে গেছে। বিদ্যালয়ের অফিস কক্ষের ফাইলপত্র ও আসবাবপত্র লন্ডভন্ড করেছে। গাঁওদিয়া বাজারের দোকানি রয়েল ও নাহিদের মুদি দোকান থেকে ৩টি মোবাইল ফোন ও মালামাল চুরি হয়েছে। এ ছাড়া রোমান ঢালীর গ্যারেজ ভেঙে ইসমাইল হোসেনের অটোরিকশা চুরি হয়েছে।স্থানীয়রা জানান, বিদ্যালয়, বাজার ও গ্যারেজের অবস্থান ১০০ মিটারের মধ্যে। কিন্তু কোথাও নৈশ প্রহরী না থাকায় চোরেরা সুযোগ নিয়ে চুরি করেছে। তাঁদের ধারণা, বখাটে ও নেশাখোররা এই চুরির সাথে জড়িত। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ