বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার নারী শ্রমিকদের যৌন হয়রানির প্রতিবাদে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
শনিবার সকালে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় চায়না মালিকনাধীন রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করেন শ্রমিকরা। এঘটনায় কারখানার সামনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিক্ষুদ্ধ শ্রমিকরা জানায়, চায়না মালিকানাধীন ওই কারখানায় প্রায় সাত শতাধিক শ্রমিক কাজ করে আসছিলেন। কয়েকদিন ধরে কারখানার কিছু নারী শ্রমিককে যৌন হয়রানী করেন কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) রমজান আলী। এঘটনায় শ্রমিকরা কারখানা কতৃপক্ষের কাছে বিচার দাবি করলে উল্টো কারখানা কতৃপক্ষ ৩২ জন নিরিহ শ্রমিককে চাকরিচ্যুত করেন। পরে শ্রমিকরা রমজান আলীর বিচার ও চাকরিচ্যুত শ্রমিকদের পূর্ণবহালের দাবিতে সকাল থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থানে রয়েছে।
এবিষয়ে কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা ফজলুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজী হননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।