রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়ায় এক মাদ্রাসা শিক্ষককে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে গত শনিবার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ফুঁসে উঠে। স্থানীয় মিরুখালী স্কুল এন্ড কলেজ, বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা সিনিয়র ফাজিল মাদ্রাসা, নুরুন-আলা নুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ছোট হারজী সিনিয়র মাদ্রাসা, হারজি নলবুনিয়া দাখিল মাদ্রাসা, দেবীপুর সিনিয়র মাদ্রাসা ও খায়ের ঘটিচোরা দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সহস্রাধিক এলাকাবাসী স্থানীয় মিরুখালী বাজারে পাথরঘাটা-মঠবাড়িয়া-ভান্ডারিয়া সড়কে দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে মিরুখালী স্কুল এন্ড কলেজের সম্মুখে অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খায়ের ঘটিচোরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমান, নুরুন-আলা নুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমীন, শিক্ষক রোকনুজ্জামান শরীফ ও ক্বারী আব্দুর রব প্রমুখ। বক্তারা বয়োবৃদ্ধ, অসুস্থ্য, প্রতিবন্ধী ওই শিক্ষককে নিঃশর্ত মুক্তি দাবকী করেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে বক্তারা বলেন। উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জের মেটাতে স্থানীয় হারজী নলবুনিয়া দাখিল মাদ্রসার সুপার নুরুল ইসলাম (৫৫) এর বিরুদ্ধে তার প্রতিপক্ষ মিথ্যা মামলা দেয়। গত রোববার ওই মামলায় মঠবাড়িয়া থানা পুলিশ সুপারকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।