Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে জমিতে অবৈধভাবে বালু ভরাট সাইনবোর্ড টাঙ্গানোর প্রতিবাদে বিক্ষোভ

ফুঁসে উঠেছে কৃষকরা

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম



কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : কৃষি জমিতে  জোরপূর্বক বালু ভরাট ও সাইনবোর্ড টাঙ্গানোর প্রতিবাদে তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি মৌজার কৃষকরা গতকাল (বুধবার) সকালে বিক্ষোভ মিছিল করেছেন। ভূমিদস্যু রুপান্তর ঝিলমিল গ্রীন সিটি পশ্চিমদি এলাকার কৃষকের জমিতে কিছু না বলে সাইনবোর্ড টাঙ্গালে ফুঁসে উঠে সাধারণ কৃষকরা। পাইনা নয়াগাঁও ভূমি মালিক মো. রিয়াজ উদ্দিন বলেন, পশ্চিমদি মৌজায় তার পৈতৃক  ৯০ শতাংশ জমিসহ বিভিন্ন কৃষকের কৃষি জমিতে রুপান্তর ঝিলমিল গ্রীন সিটির এমডি আসাদ আলী ওরফে ভোলা ও চেয়ারম্যান মো. সেলিম হোসেন জমি ক্রয় না করে একাধিক সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। এই ভূমিদস্যু চক্রটি রাজধানী থেকে মাইক্রোবাসযোগে জমি ক্রয় করতে আসা বিভিন্ন গ্রাহককে তাদের নিজের জমি বলে তাদের সঙ্গে প্রতারণা করছে। তাদের জমি থেকে সাইনবোর্ড সরানোর অনুরোধ করা হয়। কিন্তু তারা আমার কথা কর্ণপাত না করে উল্টো আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়। এই ঘটনার জের ধরে ভূমিদস্যু আসাদ আলী ও সেলিম হোসেনের নেতৃত্বে আমার বসতবাড়িসহ ন্যাশনাল ব্রিকস ইটের ভাটার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় অফিস কক্ষের আলমারী ভেঙে ভূমিদস্যুরা ১৪ লাখ টাকা লুট করে নেয়। এই ঘটনায় গত ১১ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভূমিদস্যু আসাদ আলী ও সেলিম হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়। কৃষক মো. জালাল সরকার জানান, তার পশ্চিমদি মৌজায় ২৪০ শতাংশ কৃষি জমি রয়েছে। সারা বছর এই কৃষি জমিতে চাষাবাদ করে সংসার চালাই। ভূমিদস্যু রুপান্ত ঝিলমিল গ্রীন সিটি নামে আমার জমিতে জোরর্পূবক সাইনবোর্ড টাঙ্গিয়ে বালু ভরাটের চেষ্টা চালাচ্ছে। আমরা জান দেবো তবু বাপ-দাদার আমলের জমি দিবো না। এই ভূমিদস্যু চক্রটির বিরুদ্ধে কৃষকরা ফুঁসে উঠেছে। এখান থেকে তাদের অবৈধ সাইনবোর্ড সরিয়ে না নিলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেরানীগঞ্জে জমিতে অবৈধভাবে বালু ভরাট সাইনবোর্ড টাঙ্গানোর প্রতিবাদে বিক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ