মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারত ও শ্রীলংকা আর্থিক ও কারিগরি সহযোগিতা চুক্তির (ইটিসিএ) বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করেছে। এ বছরের শেষ নাগাদ এ দু’টি দেশ চুক্তিটি স্বাক্ষর করতে পারে বলে আশা করা হচ্ছে। গত বুধবার শ্রীলংকার সরকারি কর্মকর্তারা একথা জানান। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভূপিন্দার সিং দিল্লির চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইটিসিএ’র বিষয়ে আলোচনা করতে ভারতীয় প্রতিনিধি দল গত মঙ্গলবার এ দ্বীপ রাষ্ট্রে পৌঁছায়। দু’দিনব্যাপী আলোচনা চলে। কর্মকর্তারা জানান, বৈঠকে উভয় পক্ষ ইটিসিএ’র নানা দিক নিয়ে আলোচনা করেছেন। এদিকে শ্রীলংকায় চিকিৎসকদের ট্রেড ইউনিয়ন ও অন্যান্য পেশাজীবী সংগঠন ভারতের সাথে এ চুক্তির বিরোধিতা করছে এবং এর প্রতিবাদ জানাতে তারা রাজপথে ব্যাপক বিক্ষোভ করে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।