Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফের হুঁশিয়ারি দিয়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১২:০৫ এএম

কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের এলাকায় মিত্রদের সঙ্গে নিয়ে নিরাপত্তা উপস্থিতি জোরদার করার যুক্তরাষ্ট্রের ঘোষণায় ‘কঠোর সামরিক প্রতিক্রিয়া’ দেখানোর হুঁশিয়ারি দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সফল হওয়ার আশায় ওয়াশিংটন যে ঝুঁকি নিচ্ছে তার জন্য তাদের ‘পস্তাতে’ হবে বলে মন্তব্য করেছে পিয়ংইয়ং। বৃহস্পতিবার স্থানীয় সময় ১০টা ৪৮ মিনিটের দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপক‚লীয় শহর ওনসান থেকে ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চলতি বছর উত্তর কোরিয়া রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, এ উৎক্ষেপণে ওই রেকর্ড আরও সমৃদ্ধ হল। কেবল ক্ষেপণাস্ত্রই নয়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া চলাকালে স¤প্রতি পিয়ংইয়ং সাগরে কয়েকশ রাউন্ড কামানের গোলাও ছুড়েছে; ওই মহড়ার কোনো কোনোটিতে জাপানও অংশ নিয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোই সন হুই যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সা¤প্রতিক ত্রিপাক্ষিক সম্মেলনের সমালোচনা করার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে পিয়ংইয়ং বৃহস্পতিবার ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। ত্রিপাক্ষিক ওই সম্মেলনে অংশ নেওয়া নেতারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনার পাশাপাশি নিজেদের মধ্যে বৃহত্তর নিরাপত্তা সহযোগিতার অঙ্গীকার করেছেন। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাদের দুই এশীয় মিত্রের সুরক্ষা ও তাদের প্রতিরোধ ক্ষমতা জোরদারে পারমাণবিক অস্ত্রসহ ‘পূর্ণমাত্রার সক্ষমতা’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। চোই বলেছেন, তিনটি দেশের ‘আগ্রাসনের জন্য যুদ্ধমহড়া’ উত্তরের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে, বরং এটি তাদের জন্য ‘আরও গুরুতর, বাস্তবসম্মত ও অনিবার্য হুমকি’ নিয়ে আসবে। “মিত্রদের ‘বর্ধিত প্রতিরোধ জোরদার প্রস্তাব’ নিয়ে যুক্তরাষ্ট্র যত আগ্রহী হবে, যতই তারা উসকানিমূলক ও ধাপ্পা দেওয়া সামরিক কর্মকান্ড জোরদার করবে, ডিপিআরকের সামরিক জবাব ততই আরও কঠোর হবে,” বিবৃতিতে চোই এমনটিই বলেছেন বলে জানিয়েছে উত্তরের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ। ডিপিআরকে বলতে তিনি উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়াকে বুঝিয়েছেন। “এটা যে জুয়া, যুক্তরাষ্ট্র সে বিষয়ে ভালোভাবেই অবগত, যার জন্য নিশ্চিতভাবেই তাদের পস্তাতে হবে,” বলেছেন চোই। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ত্রিপক্ষীয় সম্মেলন ও বর্ধিত প্রতিরোধ সক্ষমতা নিয়ে তাদের সহযোগিতার লক্ষ্যই হচ্ছে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির মোকাবেলা করা। ২০১৭ সালের পর এ বছরই প্রথম উত্তর কোরিয়া একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্র মে মাস থেকে বলে এলেও ঠিক কবে ওই পরীক্ষা হবে, তার সঠিক সময় এখনও অজানা। ত্রিপাক্ষিক সম্মেলনের পর ওয়াশিংটন, সিউল ও টোকিও এক যৌথ বিবৃতিতে বলেছে, তারা পিয়ংইয়ংয়ের পারমাণবিক পরীক্ষায় ‘শক্তিশালী ও তীব্র প্রতিক্রিয়া’ দেখবে। চোই বলছেন, উত্তর কোরিয়ার সামরিক কর্মকান্ড যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মহড়ার ‘বৈধ ও তাৎক্ষণিক পাল্টা প্রতিক্রিয়া’। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উ. কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ