মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘের নবনিযুক্ত উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়ক বিশেষ দূত এলিজাবেথ স্যামনকে যুক্তরাষ্ট্রের পুতুল আখ্যা দিয়েছে পিয়ংইয়ং। তিনি ক্ষমার অযোগ্য লাগামহীন মন্তব্য করছেন বলেও অভিযোগ করে দেশটির সরকার। গত মাসে নিয়োগের পর প্রথম সফরেই সিউল পরিদর্শনের প্রেক্ষাপটে তার বিরুদ্ধে এমন অভিযোগ করে দেশটি। পেরুর আন্তর্জাতিক আইনের অধ্যাপক এলিজাবেথ স্যামন গত সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়া সফর করেন। সেখানে উত্তর কোরিয়ার পরিস্থিতির ব্যাপারে জানতে সিউলের কর্মকর্তা এবং সুধীসমাজের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। এতে উত্তর কোরিয়া ছেড়ে আসা নারীরাও অংশ নেন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে (কেসিএনএ) জানান, যুক্তরাষ্ট্রের কোনো পুতুলকে আমরা বিশেষ দূত হিসেবে স্বীকৃতি দেব না কিংবা তার সঙ্গে কোনো আলোচনা করব না। এ বিষয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে। এদিকে এক বিবৃতিতে গতকাল স্যামন বলেন, উত্তর কোরিয়া আমার তৎপরতাসহ একটি নির্দষ্টি দেশের মানবাধিকার ইস্যুর বিরোধিতা করছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।