বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মহানগরীর বিহারী কলোনীতে স্বামী, ননদ, শ্বশুর ও কাজের মেয়ের নির্যাতনে গৃহবধূ সাদিয়া হত্যার প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুধবার বেলা ১১ টার দিকে নগরীর সোনাদিঘীর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পরিবার ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে পরিবারের লোকজন ও এলাকাবাসী অভিযোগ করেন, সাদিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও প্রশাসনের কোন ভূমিকা দেখছিনা। আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে । এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ সময় মৃত সাদিয়ার বাবা বলেন, আমার মেয়েকে তার শ্বশুর বাড়ির সবাই মিলে হত্যা করেছে। ওরা থানায় টাকা দিয়ে ওসিকে কিনে নিয়েছে। এখন পর্যন্ত থানায় আমাদের কোন মামলা নেয়নি। আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই।
এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি ইমরানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা বিষয়টা নিয়ে তদন্ত করেছি। মৃত সাদিয়ার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি । তার ব্যাক্তিগত ফোনে একটি ভিডিও পাওয়া গেছে । সে ভিডিওতে সাদিয়া বলেছেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। এর পরেও বিষয়টি আমরা ভালো মতো তদন্ত করে আইনের প্রক্রিয়ায় এগিয়ে যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।