মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কানাডার সশস্ত্র বাহিনী ঘোষণা দিয়েছে, এখন থেকে দেশটিতে বসবাসরত অভিবাসী স্থায়ী বাসিন্দারা সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। সেনাবাহিনীতে জনবল কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে উত্তর আমেরিকার দেশটিকে। সোমবার কানাডার সংবাদমাধ্যম সিটিভি নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। কানাডায় দীর্ঘদিন বসবাসরত অভিবাসীদের পার্মানেন্ট রেসিডেন্টশীপ (স্থায়ী বাসিন্দা সনদ) দেওয়া হয়। এতে করে স্থায়ীভাবে কানাডায় বসবাস করার সুযোগ মেলে। তবে তারা কানাডার নাগরিক হিসেবে গণ্য হন না। ফলে স্থায়ী বাসিন্দা হলেও সেনাবাহিনীতে যোগ দেওয়া সম্ভব ছিল না। বিশ্বের অন্যতম বৃহৎ দেশ কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) পাঁচ বছর আগে অভিবাসী স্থায়ী বাসিন্দাদের পুলিশে কাজ করার সুযোগ দেয়। এরপর দেশটির সেনাবাহিনীও একই পথে হাঁটল। এখন কানাডার স্থায়ী বাসিন্দা যাদের বয়স ১৮ (অভিভাবকের অনুমতিক্রমে ১৬ বছর বয়সীরা) তারা সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। শিক্ষা যোগ্যতা লাগবে কমপক্ষে দশম গ্রেড। গত সেপ্টেম্বরে কানাডার সশস্ত্র বাহিনী সতর্কতা দিয়ে জানিয়েছিল, সেনাবাহিনীতে হাজার হাজার খালি পদ আছে, কিন্তু সেগুলো পূরণ করতে পর্যাপ্ত আবেদন পাওয়া যাচ্ছে না। সেসব শূন্য পদ পূরণ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এটি নিশ্চিত করে জানায়নি দেশটির সশস্ত্র বাহিনী। রয়্যাল মিলিটারি কলেজ অব কানাডার প্রফেসর ক্রিস্টিয়ান লিউপ্রেচট বলেছেন, এটি ভালো সিদ্ধান্ত। অতীতে, কানাডার সশস্ত্র বাহিনী শুধুমাত্র নাগরিকদের দিয়ে সেনাবাহিনীর কার্যক্রম চালাতে পারত কারণ পর্যাপ্ত আবেদন আসত। কিন্তু বিষয়টি এখন আর সেই অবস্থানে নেই। তিনি আরও বলেছেন, ‘আগে স্থায়ী বাসিন্দাদের সুযোগ দেওয়া হতো না কারণ নিরাপত্তা ও অন্যান্য বাঁধা-বিপত্তির বিষয়টি ছিল। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।