Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নন্দীগ্রামে মহাসড়কের নিচে বেআইনীভাবে মাটি খুঁড়ে গভীর নলকূপের পানি যাওয়ার ব্যবস্থা

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাজার উত্তরপার্শ্বে মহাসড়কের নিচ দিয়ে জোর করে খননের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর পক্ষ থেকে সড়ক ও জনপদ এবং প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে এই অভিযোগ করা হয়েছে। জানা গেছে, উপজেলার ওমরপুরে উত্তর থেকে সুড়ঙ্গ করে দক্ষিণে একটি বিশাল পাইপের মাধ্যমে গভীর নলক‚পের সেচের পানি সরবরাহের জন্য জনৈক জাহিদুর রহমান এই সুড়ঙ্গ করার চেষ্টা চালাচ্ছেন। যদিও এলাকাবাসী তাদের অভিযোগে জানিয়েছেন উত্তরপার্শ্বে গভীর নলক‚প থাকা সত্তে¡ও তিনি এমনটি করতে যাচ্ছেন। যা সম্পূর্ণরূপে অবৈধ বলে মনে করছেন স্থানীয় প্রশাসনসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা। এ ব্যাপারে গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগকারী সবুজ কুমার সরকারের সাথে কথা বলে জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগ এবং মন্ত্রণালয় বরাবর অভিযোগ করার পরেও জাহিদুর রহমান গায়ের জোরে কাজটি করছেন। সরকারি ছুটির দিনেই মহাসড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ করা হতে পারে বলে তিনি আশংকা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাসড়ক

২৮ ডিসেম্বর, ২০২২
২১ ডিসেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ