Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরীর সড়ক প্রশস্তকরণ ও বাঁধ সবুজায়নে রাসিক পাউবো’র সমন্বয় সভা

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : কল্পনা হল থেকে তালাইমারী পর্যন্ত শহর রক্ষা বাঁধ সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন এবং সড়ক প্রশস্তকরণ বিষয়ে নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয় সভা গতকাল দুপুরে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম। এ বিষয়ে গৃহীত পরিকল্পনার ভিডিও চিত্ত উপস্থাপন করেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক। রাসিক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে নিয়ম মোতাবেক সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী। দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিকল্পনা বাস্তবায়নকালে বাঁধের যেন কোন ক্ষতি না হয়, সে দিকে খেয়াল রাখতে রাসিকের সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ প্রদান করেন। তিনি মহানগরীর উন্নয়নে সহযোগী সকল প্রতিষ্ঠানের সহযোগীতা কামনা করে বলেন, রাজশাহী এখন বিশ্বের মধ্যে বায়ুদূষণ রোধে প্রথম স্থান অর্জন করেছে। পরিবেশের আরও উন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করে চলেছি। আগামীতে রাজশাহী একটি উন্নত নগরীতে পরিণত হবে ইনশাল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের সচিব খন্দকার মোঃ মাহাবুবুর রহমান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ, নূর ইসলাম, রেয়াজাত হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মীর মোশারফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মখলেসুর রহমান ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নগরীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ