Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট নগরীর উত্তরের প্রবেশ মুখে নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

সিলেট নগরীতে বেশ কয়েকটি প্রবেশ পথ রয়েছে। তবে নগরীর উত্তর দিক থেকে প্রবেশের জন্য প্রবেশ পথ মাত্র একটিই। আর সেটি নগরীর ৬ নম্বর ওয়ার্ড দিয়ে। সিলেট বিমানবন্দর সড়কটি ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে এসে নগরীতে প্রবেশ করেছে। এটিই এদিক থেকে নগরীর একমাত্র প্রবেশ পথ। আর বিমানবন্দরের সুবাদে এটি ভিআইপি সড়ক। প্রতিদিনই দেশ-বিদেশের অতিথিবৃন্দ, দেশের বিশিষ্টজনরা, বিদেশী, ভ্রমণ পিয়াসু পর্যটক এ সড়কটি ব্যবহার করে থাকেন। আর সেজন্য এসড়কটি সিলেটের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সড়ক। সেই বিবেচনায় এই সড়কের প্রবেশপথে এবার নতুন রূপে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। সিলেট ওসমানী বিমানবন্দর রোডের লাক্কাতুরা চা বাগান সংলগ্ন এবং ৬নং ওয়ার্ডের সীমানা চৌকিদেখী প্রান্তে সিলেট সিটি কর্পোরেশন এর সীমানা শুরু হয়েছে। এই সীমানা শুরুর স্থানে একটি দৃষ্টিনন্দন তোরণ নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম তোরণ নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় পরেরদিন বুধবার মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকতাবৃন্দের উপস্থিতিতে তোরণ নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন উক্ত তোরণ সিলেটের ঐতিহ্য বহন করবে। এই তোরণের মাধ্যমে সিলেট নগরীর সৌন্দর্য আরো একধাপ এগিয়ে যাবে।
কাউন্সিলর ফরহাদ শামীম বলেন, এখানে একটি দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে এটি আলোর মুখ দেখতে যাচ্ছে। তোরণটি নির্মাণের মাধ্যমে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে। পাশাপাশি নগরীর প্রবেশমুখটি আরোও সুরক্ষিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নগরীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ