Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুর ও শরীয়তপুরের প্রায় ২০হাজার নেতাকর্মী সমর্থক সমাবেশে যোগদান করবে

ফরিদপুর থেকে আনোয়ার জাহিদ-আবুল হাসান সোহেল | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ৫:৩১ পিএম

আগামী ১২ নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে মাদারীপুর জেলা থেকে কয়েক'শ নেতাকর্মী ফরিদপুরের কোমরপুরে জনসভাস্থল আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠে এসে পৌঁছেছেন।আজ বৃহসপতিবার বিকেলে মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো: জাফর আলী মিয়ার নেতৃত্বে তারা সমাবেশস্থলে এসে পৌঁছান। এডভোকেট মো: জাফর আলী মিয়া জানান, ২৭ মাইক্রোবাস ,ট্রাক বাস নিয়ে গণসমাবেশস্থলে এসে পৌঁছান তারা।প্রায় ১০ হাজার নেতাকর্মী মাদারীপুর থেকে সমাবেশে যোগদান করবে বলে মাদারীপুরের বিভিন্নস্থান থেকে ফরিদপুরের দিকে আসছে ।
এদিকে কেন্দ্রীয় বিএনপি গনশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদারের নেতৃত্বে শরিয়তপুর জেলা বিএনপির প্রায় ১০হাজার নেতাকর্মী নিয়ে বুধবার রাত ৮টার দিকে তারা চারটি ট্রাকে করে শরিয়তপুর থেকে রওনা দিয়ে রাত ১০টার দিকে গণসমাবেশস্থলে এসে পৌঁছান। তাদের সঙ্গে খোকন তালুকদার ছাড়াও শরিয়তপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলীও ছিলেন।
বিএনপি নেতা খোকন তালুকদার জানান, প্রথম দল হিসেবে রাতে শরিয়তপুরের নেতাকর্মীদের একটি মাত্র অংশ এখানে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে আরও নেতাকর্মী আসতে শুরু করেছে।
ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ ইসলাম রিংকু জানান, সরকার এই গণসমাবেশে আসা জনস্রোত বাধাগ্রস্ত করতে নানাভাবে বিঘœ সৃষ্টি করেছে। এ জন্য নেতাকর্মীরা আগে-ভাগেই সমাবেশস্থলে আসার প্রস্তুতি নিচ্ছেন।
সারাদেশে বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন এর আগে সাংবাদিকদের জানিয়েছেন, ১২ নভেম্বর বেলা ১১টায় গণসমাবেশ শুরু হবে। তবে যেহেতু পথে পথে নানা বাধা এবং গণসমাবেশে জনসমাগম সংকুচিত করতে সরকার বিঘœ ঘটাচ্ছে তাই নির্ধারিত সময়ের দুইদিন আগে থেকেই এই গণসমাবেশ চলবে।তিনি জানান, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবার (১২ নভেম্বর) পর্যন্ত চলবে ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশ। এরপর প্রথম ধাপের কর্মসূচি শেষে ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশের মাধ্যমে দ্বিতীয় ধাপের কর্মসূচি শুরু হবে।
এদিকে, বিভাগীয় গণসমাবেশের সর্বশেষ অবস্থা ও সার্বিক প্রস্তুতির খোঁজখবর নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে তিনি শহরের কাঠপট্টিতে অবস্থিত দলীয় কার্যালয়ে সমবেত বিএনপি ও বিভিন্ন উপ-কমিটির নেতাদের সঙ্গে স্কাইপে সংযুক্ত হন বলে দলীয় সূত্র জানায়।
ফরিদপুরের বিএনপি নেতারা বলছেন, এই গণসমাবেশে লক্ষাধিক লোকের সমাগম হবে। সমাবেশস্থল থেকে শহর পর্যন্ত লোকে লোকারণ্য হবে এমন প্রস্তুতিই তারা নিচ্ছেন। আর গণসমাবেশ আয়োজনে আরও বাধা এলে প্রয়োজনে পাড়া মহল্লা , গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বে এই গণসমাবেশ। অবশ্য যেকোন মূল্যে তারা শান্তি শৃঙ্খলার সঙ্গে গণসমাবেশ সফল করতে চান বলেও জানিয়েছেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। তার আগে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় সমাবেশ।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, সমাবেশকে ঘিরে পুলিশের তৎরপরতা বৃদ্ধি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জনগণের নিরাপত্তা ও ট্রাফিক দায়িত্ব নির্বিঘ্ন রাখতে পুলিশ কাজ করছে।
এদিকে মাদারীপুর বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মো: মফিজ হাওলাদার জানান, ফরিদপুর বিএনপির বিভাগীয় সম্মেলনকে কেন্দ্র করে বাস মালিক সমিতি ১১ নভেম্বর স্থানীয় বাস চলাচল বন্ধ রাখবেনা তবে দুরপাল্লার বাস চলাচলের বিষয় সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ