বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. কামাল হোসেন ও সহকারী পরিচালক আবু রেজার অপসারণ দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (০৯ নভেম্বর) সকালে রাজশাহী আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ের সামনে ওই দুই কর্মকর্তার দুর্ব্যবহার, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ তুলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রাজশাহী জেলা ও মহানগর শাখা এ সমাবেশ করেন।
এসময় বক্তারা বলেন, এর আগে ওই দুই কর্মকর্তার অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করা হয় শিক্ষকদের পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় আমরা মাননীয় শিক্ষা মন্ত্রী, উপ-মন্ত্রী, সচিব এবং ডিজি মহোদয় কে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লিপি প্রেরণ করি। পরবর্তীতে আমরা ডিজি মহোদয়ের সাথে সরাসরি স্বাক্ষাৎ করে তাকে বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষণিক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেন। উক্ত তদন্ত কমিটিকে আমরা পর্যাপ্ত পরিমাণ তথ্য-উপাত্ত দিয়ে আঞ্চলিক পরিচালক ও সহকারী পরিচালকের দুর্নীতি প্রমাণ করতে সক্ষম হই। আমরা ইতি মধ্যে জানতে পেরেছি যে, উক্ত তদন্তের রিপোর্ট শিক্ষা মন্ত্রণালয়ে জমা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বর্তমানে তাদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ক্রমে বেড়েই চলেছে।
এ অবস্থায় বাকশিস তাদের অপসারণ ও বিভাগীয় শাস্তির দাবিতে বুধবার রাজশাহী অঞ্চলিক শিক্ষা ভবনের সামনে বিভাগীয় সমাবেশ করা হয়। এতে রাজশাহী, বগুড়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ ও চাঁপানবাবগঞ্জ শিক্ষক সমিতির নেতাকর্মীরা অংশ নেন।
এতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের আহŸায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে সভা পরিচালনা করেন বাকশিশের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার। এ সময় ড. কামাল হোসেন ও ড. আবু রেজাকে দ্রæত অপসারণ ও বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচী গ্রহণের ঘোষণা দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।