Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋণ পরিশোধে ব্যর্থ যুবক ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১:১১ পিএম

ঋণের টাকা পরিশোধের ব্যর্থ হয়ে ট্রেনের নিচে লাফিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। শনিবার (৫অক্টোবর) দিবাগত মধ্যরাতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের হিয়াতপুর রেলসেতুর কাছে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের কেটে নিহত হয়। হাফিজুর রহমান (২৫) পার্শ্ববতী সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের পুত্র।

স্থানীয়রা জানান, জুয়া খেলায় আসক্ত ওই যুবক ঋণগ্রস্থ হয়ে পড়ায় পরিবারের কাছে টাকার দাবী করেন। শনিবার রাতে তারা টাকা না দেয়ায় অভিমান করে বাড়ি থেকে বের হয়ে এসে মহিমাগঞ্জ-সোনাতলা রেলপথের হিয়াতপুর সেতুর কাছে এসে ট্রেনের নিচে লাফিয়ে পড়েন। রবিবার(৬ অক্টোবর) সকালে এলাকাবাসী তার খন্ডিত মরদেহ দেখতে পায়। বেলা ১১টার দিকে বোনারপাড়া রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

শালমারা ইউনিয়ন পরিষদ( ইউপি) চেয়ারম্যান আনিছুর রহমান আনিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ