গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
মধ্যরাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর সঙ্গে আইন ও শৃঙ্খলা পরিপন্থী অশোভনীয় আচরণ করার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। শনিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়া ঢাবি শিক্ষার্থীর নাম মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুল। তিনি ঢাবি’র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও সূর্যসেন হলে থাকেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর মধ্যরাতে রাজু ভাস্কর্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে আইন ও শৃঙ্খলা পরিপন্থী অশোভনীয় আচরণ করেন জিম। এ ঘটনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিমকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ধরনের অপরাধের জন্য কেন তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না– এই মর্মে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।