Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল শিক্ষা বোর্ডে ইংরেজী প্রথমপত্রে অনুপস্থিত ৯০৭ বহিষ্কার ৬

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৩ পিএম

 বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ইংরেজীÑআবশ্যিক প্রথম পত্রে অনুপস্থিত ছিলেন ৯০৭ জন পরীক্ষার্থী। সে সাথে অসদুপায় অবলম্বদের দায়ে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বরিশার বোর্ডের পরিক্ষ নিয়ন্ত্রক জানান, বরিশাল বিভাগের ৬ জেলায় ১৮৭ টি পরীক্ষা কেন্দ্রে সোমবার মোট ৮৭ হাজার ৬৯২ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহন করার কথা থাকলেও অংশগ্রহন করেছে ৮৬ হাজার ৭৮৫ জন।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে বরিশাল জেলায় ২৭০ জন, পটুয়াখালীতে ১৮৫ জন, ভোলায় ১৭০ জন, পিরোজপুরে ১১৬, বরগুনায় ৯৪ জন, ও ঝালকাঠিতে ৭২ জন রয়েছে। অপরদিকে বহিষ্কৃতদের মধ্যে বরিশালে ৩ জন, ভোলায় ২ এবং পটুয়াখালীতে ১ জন পরীক্ষার্থী রয়েছে। এবারের এসএসসির পথম দিনেও প্রায় ১ হাজার পরিক্ষার্থী অনুপস্থিত ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহিষ্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ