Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় ভাইয়ের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে বোনের মৃত্যু

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ১০:২৬ এএম

মাগুরায় ভাইয়ের বাড়িতে চিকিৎসার জন্য এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন ভানু খাতুন (৫৫) এক নারী। সে চিকিৎসার জন্য ভাইয়ের বাড়িতে এসেছিল। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভানু খাতুন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার তাড়াইল গ্রামের আইয়ুব বিশ্বাসের স্ত্রী।

নিহতের ভাবি পান্না বেগম জানান, পান্না খাতুন ও তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নানা রোগে ভুগছিল। ফকির দেখিয়ে সন্ধ্যায় বাড়িতে ফিরে ভ্যানের চাবি খুঁজতে বাড়ির উঠানে থাকা বিচেলী কাটা মেশিনে হাত দেয়। এ সময় সে বিদ্যুস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ