Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাশিয়াকে কেউ থামাতে পারবে না: ল্যাভরভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ৭:১১ পিএম

কেউ রুশ অর্থনীতিকে থামাতে পারবে না বা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিদেশী বসবাসকারী রাশিয়ানদের একটি সম্মেলনে দেয়া বার্তায় বলেছেন, ‘এটা বলা নিরাপদ যে কেউ রাশিয়ার অর্থনীতিকে থামাতে বা অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না।’

তার মতে, পশ্চিমের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে বিবেচনায় নেয়ার সময়, রাশিয়ান কোনো অসুবিধা নির্বিশেষে তার নিজস্ব পথ অনুসরণ করে চলেছে। ‘আমরা এর আগেও নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছি। গত কয়েক দশকের অভিজ্ঞতা আমাদের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সফল হতে সাহায্য করে,’ শীর্ষ কূটনীতিক উল্লেখ করেছেন।

ল্যাভরভ জোর দিয়েছিলেন যে, রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছে না। ‘সারা বিশ্বে আমাদের অনেক বন্ধু রয়েছে। আমরা ধারাবাহিকভাবে সিআইএস-এর মধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিস্তৃত পরিসরের সাথে সম্পর্ক জোরদার করি,’ তিনি উল্লেখ করেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন যে, মস্কো ইউরোপ এবং উত্তর আমেরিকায় তার ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চায় না। ‘পারস্পরিক উপকারী সম্পর্ক ছিন্ন করা আমাদের পছন্দ ছিল না,’ তিনি উপসংহারে বলেছিলেন। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ল্যাভরভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ