মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘে চীনের স্থায়ী উপপ্রতিনিধি কেং শুয়াং গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদে কৃষ্ণ সাগর বন্দর কৃষিপণ্য রফতানি চুক্তিবিষয়ক এক সভায় বলেন, সংশ্লিষ্ট দেশের উচিত বাস্তব ব্যবস্থা নিয়ে রাশিয়ার শস্য ও সার রফতানির পথে বিদ্যমান বাধা দূর করা।
কেং শুয়াং বলেন, কৃষ্ণ সাগর বন্দর কৃষিপণ্য রফতানি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরের চার মাসে বিশ্বে শস্যের দাম কমে আসে। এখন সংশ্লিষ্ট সকল পক্ষের উচিত যোগাযোগ ও সহযোগিতা জোরদার করে কঠোরভাবে চুক্তি বাস্তবায়ন করা।
তিনি আরও বলেন, রাশিয়ার শস্য ও সার আন্তর্জাতিক বাজারের জন্য গুরুত্বপূর্ণ। সংলাপ ও আলোচনা হলো ইউক্রেনের সংঘর্ষ সমাধানের একমাত্র পদ্ধতি।
শীতল যুদ্ধের মানসিকতা, ব্লকের রাজনীতি, সংঘর্ষ, বিচ্ছিন্নতা ও দমননীতি শান্তি আনবে না, তিনি যোগ করেন। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।