বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরিচয় গোপন রেখে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে দাঙ্গা সৃষ্টির অভিযোগে দুই যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। কারাদ- প্রাপ্ত আসামীরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এনায়েতউল্লাহপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ওয়াসিম আল রাজী (৩৩)। অলোকছত্র এলাকার নওশের আলীর ছেলে নাসিম আলী (২০)। এছাড়াও আসামীদের অর্থদ-ও করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ইসমত আরা। তিনি জানান, ২০২১ সালের আগস্ট মাসের এক তারিখে অন্যের নাম ব্যবহার করে ভুয়া একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসামীরা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মূলত ছিল দুইটি ধর্মের মানুষদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্য। ঘটনাটিকে কেন্দ্র করে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং এই মামলার চার্জশিট দাখিল করে। পরে আদালতে বিচার শুরু হয়। বিচার শেষে আদালতের বিচারক মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামীর কয়েকটি ধারায় ৫ বছর করে মোট ১৫ বছরের কারাদ- দেয়া হয় এবং মোট জরিমানা করা হয় ১৫ লাখ টাকা। এই জরিমানা অনাদায়ে আসামীরা আরও দেড় বছর সাজাপ্রাপ্ত হবে বলে জানান আইনজীবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।