Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেকে নতুন করে আবিষ্কার করলাম: রনি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১১:২৫ এএম

টানা ৩০ দিন চিকিৎসার পর বাসায় ফিরেছেন গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ‘মিরাক্কেল’ খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। গত ১৫ অক্টোবর দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। তবে এখনও সম্পূর্ণ সুস্থ হননি। বর্তমানে বাসাতেই বিশ্রামে রয়েছেন। গত শনিবার (২৯ অক্টোবর) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তা পোস্ট করেছেন রনি। সেখানে ‘পোড়া’ জীবনের গল্প শেয়ার করলেন সবার সঙ্গে।

ভিডিওবার্তার ক্যাপশনে রনি লিখেছেন, ‘অগ্নিপরীক্ষায় পাস, আলহামদুলিল্লাহ।’

রনি বলেন, ‘পুড়ে যাওয়ার ধকল সামলে যখন খানিকটা স্বাভাবিক হলাম, তখন আমার স্বজনরা আমাকে যা দেখালো, শুনালো; তাতেই আমার পোড়া যন্ত্রণা সব মুছে গেলো। আমি এক এক করে দেখলাম আমার এই ঘটনায় কাদের মন পুড়েছে। কারা পোস্ট দিয়েছে, খোঁজ নিয়েছে, নিউজ করেছে, সাহায্যের জন্য ছুটে এসেছে। এসব শুনে-দেখে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। আমার সব যন্ত্রণা নিমিষে লাঘব হলো। এই পুড়ে যাওয়া ঘটনার মধ্য দিয়ে আমি নিজেকে চিনলাম নতুন করে, সবার ভালোবাসার প্রতিধ্বনিতে।’

রনি আরও বলেন, ‘দেখুন বার্ন ইউনিটে কিন্তু আমি একা একটি রুমে ছিলাম না। তখন একসঙ্গে আমরা প্রায় ২০ জন রোগী ছিলাম। তারা সবাই গাজীপুরের ঐ অনুষ্ঠানে পোড়েননি। অথচ আমাদের প্রতিটা রোগীর ট্রিটমেন্ট চিকিৎসকরা করেছেন নিজের সর্বোচ্চ আন্তরিকতা আর ক্ষমতা দিয়ে। এটা আমার নিজের চোখে দেখা। এটা দেখেছি বলেই, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমাকে বিদেশে নিতে চাইলেও আমি যাইনি। কারণ, আমি দেখছি এখানকার চিকিৎসক আর চিকিৎসা ব্যবস্থা অনেক সমৃদ্ধ। এই মানুষগুলোর হাসিমুখ আমি আর কোথায় পাবো?’

কাজের মাধ্যমে দ্রুতই সবার মাঝে ফিরবেন জানিয়ে রনি বলেন, ‘বাম হাতের ব্যান্ডেজ খুলে দেবে দ্রুত। শিগগিরই কাজে ফিরবো। সবাইকে হাসিখুশি রাখার জন্য কাজ করবো। সবার দোয়া চাই।’

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন। দগ্ধ হওয়া অন্য ব্যক্তিরা হলেন জিল্লুর রহমান, মোশারফ হোসেন, রুবেল হোসেন ও ইমরান হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রনি

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ