প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গাজীপুর পুলিশ লাইন্সে বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা শঙ্কামুক্ত নয়। তার শরীর ১৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। তবে এখন কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। আবু হেনা রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সভা শেষে তিনি এ কথা জানান। ডা. সামন্ত লাল সেন বলেন, অভিনেতা আবু হেনা রনির অবস্থা শঙ্কামুক্ত নয়। প্রাপ্তবয়স্ক রোগী ১৫ শতাংশের বেশি দগ্ধ হলে তখন আমরা এটাকে বলি সংকটজনক। আবু হেনা রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানের শরীরের ১৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। এই দুই রোগী যে শঙ্কামুক্ত, এটা কোনোভাবেই বলা যাবে না। তিনি বলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছি, রক্ত ও অন্যান্য পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা পেয়েছি। যেটা নিয়ে বোর্ডসভায় আলোচনা করে কিছু নতুন চিকিৎসা সংযোজন করা হয়েছে। সেই অনুযায়ীই চিকিৎসা চলবে এখন। তিনি বলেন, দুজনেরই শ্বাসনালি পোড়া আছে। তবে এতটা গুরুতর নয়। অন্যান্য রোগী যতটা শঙ্কাজনক হয়, তাদেরটা ততটা শঙ্কাজনক নয়। প্রতিদিনই তাদের মনিটর করা হবে। তবে যতদিন না রোগী হেঁটে বাড়ি যাবেন, ততদিন পর্যন্ত আমরা শঙ্কামুক্ত বলতে পারবো না। কারণ, প্রতি মুহূর্তে অবস্থা পরিবর্তন হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।