Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসূল (সা:) মুমিনদের জন্য রহমত হিসেবে আবিভর্‚ত হয়েছেন -আল্লামা হাশেমী

দরবারে হাশেমীয়ায় ১২ দিনব্যাপী মিলাদুন্নবী (সা:) সেমিনার সম্পন্ন

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী বলেছেন, আল্লাহ্র নিকট থেকে রাসূল (সা:) আত্মশুদ্ধি, হেদায়ত এবং মুমিনদের জন্য রহমত হিসেবে আবিভর্র্‚ত হয়েছেন। আল্লাহ্র অনুগ্রহ সবকিছুর জন্য রাসূল (সা:) এর আবির্ভাবেরই ফলশ্রæতি, আর আল্লাহ-প্রদত্ত রহমত ও অনুগ্রহসমূহের মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ হলো রাসূল (সা:) এর পবিত্র সত্ত¡ার আবির্ভাব। গতকাল সোমবার নগরীর জালালাবাদস্থ দরবারে হাশেমীয়া আলীয়ায় আহছানুল উলুম জামেয়া গাউছিয়া আলীয়া মাদ্রাসা সংলগ্ন ঈদে মিলাদুন্নবী (সা:) ময়দানে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (সা:) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে ৪০তম ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) শীর্ষক সেমিনারের সমাপনি দিবসে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইফতেখার উদ্দীন চৌধুরী। অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, জসিম উদ্দীন শাহ্, মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ, চট্টগ্রাম কারা পরিদর্শক জাবেদ জাহাঙ্গীর টুটুল। এতে অলোচক ছিলেন আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম আল কাদেরী, মাওলানা মুফতি কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমী, মাওলানা মুহাম্মদ ইদ্রীস আনসারী আল কাদেরী। পরে দেশ, জাতি ও মুসলিম জাহানের সমৃদ্ধি, উন্নতি ও শান্তি কামনায় আখেরী মোনাজাত করেন-ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দরবার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ