Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফ্রিকান উপায়ে আফ্রিকার সমস্যা সমাধানের প্রশংসা চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ৮:২০ পিএম

গতকাল (বুধবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি দলের অস্থায়ী রাষ্ট্রদূত দাই বিং বলেন, গ্রেট লেক অঞ্চলগুলোকে ঐক্য ও সমন্বয় জোরদার করে যৌথভাবে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা, এবং আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।

তিনি বলেন, আফ্রিকান উপায়ে আফ্রিকার সমস্যা সমাধান করায় বলিষ্ঠতা ও যথাযথ বুদ্ধির প্রতিফলন ঘটে। চীন এর প্রশংসা করে। নিরাপত্তা পরিষদের গ্রেট লেক অঞ্চল-বিষয়ক এক মুক্ত সম্মেলনে দাই বিং বলেন, গ্রেট লেক অঞ্চল অভিন্ন নিরাপত্তা কমিউনিটি। শুধু অভিন্ন, সামগ্রিক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তা দৃষ্টিভঙ্গি পোষণ করে কার্যকরভাবে অভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলা করা যেতে পারে।

তিনি বলেন, এতদঞ্চলের দেশগুলোর অভিন্ন নিরাপত্তা রক্ষার সঠিক দিকে একে অপরের স্বার্থ ও উদ্বেগকে সম্মানের ভিত্তিতে সমন্বয় ও সংলাপের মাধ্যমে মতভেদ নিরসন করা দরকার।

তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত সামরিক ও বেসামরিক অভিযান উপায়ে যথাশীঘ্রই আঞ্চলিক নিরাপত্তা হুমকি নির্মূল করা। এছাড়া উন্নয়নের মাধ্যমে শান্তি ত্বরান্বিত করে আঞ্চলিক দাঙ্গাহাঙ্গামা সংঘর্ষের মৌলিক সমস্যা সমাধানে অবিচল থাকতে হয়। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ