মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের রাজধানী কিয়েভের বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই তথ্য জানিয়েছেন কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ বিমান হামলা হয়। খবর সিএনএনের।
কুলেবা বলেন, কিয়েভের একটি সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় বেশ কয়েক জায়গায় আগুন ধরে যায়। তবে পরে আগুন নেভানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ ফ্রেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। আট মাসের যুদ্ধে রাশিয়া ও ইউক্রেনসহ সারা বিশ্বের মানুষ অর্থনৈতিকভাবে চরম বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। এই যুদ্ধে ইউক্রেনের প্রায় ৭০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। এ ছাড়া হতাহত হয়েছেন বহু মানুষ। পুতিন ইতোমধ্যে ইউক্রেনের চারটি রাজ্য দখল করে জরুরি অবস্থা জারি করেছেন। সূত্র : সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।