মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানে পারমাণবিক হামলা করবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ। আজ বুধবার এ মন্তব্য করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এর আগে, রুশ সীমান্ত রক্ষায় যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারে বলে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বিশ পরমাণু অস্ত্রের ভান্ডার রয়েছে রাশিয়ার কাছে।
সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পিছু হটছে রুশ বাহিনী। এ পরিস্থিতি মোকাবিলায় যে কোনো সময় পারমাণবিক হামলা চালাতে পারেন পুতিন, এ ধরনের আশঙ্কা প্রকাশ করছেন পশ্চিমা নেতারা।
তবে রেজনিকভ বলেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে- পুতিন কখনো পারমাণবিক বোমা ব্যবহার করবেন না। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।