নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির কাঁধে ভর করে ইতিহাসের অনেক কিছুই পাল্টে নিলো ভারত। মুম্বাই টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের বাকি চার উইকেট নিতে তার বোলাররা সময় নিলেন মাত্র ৮ ওভার। প্রথম ইনিংসে ৪০০ রানের পরও তৃতীয়বারের মত ইনিংস ব্যবধানের হার দেখল টেস্ট ক্রিকেট। এর দুইবারের সাক্ষী আবার ইংলিশরা, অন্য দলটির নাম শ্রীলঙ্কা। চেন্নাইয়ের ম্যাচ হাতে রেখে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ভারত।
ব্যাট হাতে দুর্দান্ত অধিনায়ক কোহলি আর বল হাতে ভয়ঙ্কর রভিচন্দ্রন আশ্বিনÑ দুইয়ে মিলে সময়টা যেন এখন শুধুই ভারতের। চলতি সিরিজেই চার ম্যাচে সাত ইনিংসে ৬৪০ রান কোহলির, ২৭টি উইকেট আশ্বিনের নামের পাশে। ওয়ানখেদের দুই ইনিংসে ১৬৭ রানে ১২ উইকেট নেন আশ্বিন। আর প্রথম ইনিংসে ২৩৫ রানের পর দ্বিতীয় ইনিংসে তো ব্যাটেই নামা লাগল না কোহলির।
ভারতের টানা পঞ্চম সিরিজ জয় এটি। এর আগেও ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত টানা ৫টি সিরিজ জিতেছিল ভারত। তবে এই জয়ে মহত্ব লেগে আছে আরো। সেপ্টেম্বর ১৯৮৫ থেকে মার্চ ১৯৮৭ পর্যন্ত টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকা কপিল দেবের দলের রেকর্ডে ভাগ বসিয়েছে বিরাট কোহলির দল। আরো সুক্ষè হিসাবে কোহলির এই দল বরং যোজন ব্যবধানে এগিয়ে। সেবার কপিল দেবের দলের নামের পাশে জয় ছিল মাত্র ৪টি, একটি ম্যাচ টাই, বাকি সবগুলো ড্র। কিন্তু কোহলির দলের চিত্রটা ঠিক উল্টোÑ ড্র মাত্র চারটি, জয় ১৩টিতেই। তবে বিশ্বরেকর্ড গড়তে এখনো ১০ ম্যাচ এভাবে যেতে হবে ভারতকে। ১৯৮০ সালে গড়া টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ওয়েস্ট উন্ডিজের দখলে।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাটসম্যানদের একটু সম্মান জাতেই সম্ভবত একটু দেরিতে প্রধান বোলিং অস্ত্রকে আক্রমণে আনেন কোহলি। দ্বিতীয় ইনিংসে সেই আশ্বিন যখন বোলিংয়ে আসেন ইংল্যান্ডের সংগ্রহ তখন ৪ উইকেটে ১৮০। এরপর আশ্বিনের অফ স্পিনে একে একে আত্মসমর্পণ করে অল আউট১৯৫ রানে! ছয়জনই আশ্বিনের শিকার। প্রথম ইনিংসে ৪০০ রান করেও ইংল্যান্ড ম্যাচ হারল ইনিংস ও ৩৬ রানের ব্যবধানে।
গতকাল শেষ দিনে অ্যালিস্টার কুকের দলের আয়ু ছিল মাত্র ৮ ওভার। আগের দিন বিকালে ২ উইকেট নিয়েছিলেন আশ্বিন। কাল নিলেন বাকি চারটি। ভারতীয় বোলিং গ্রেট অনিল কুম্বলে যেখানে ১০ উইকেট নেন ১৩২ ম্যাচে সেখানে সপ্তমবারের মত ম্যাচে ১০ উইকেট নিতে আশ্বিন সময় নিলেন মাত্র ৪৩ ম্যাচ। তবে রেকর্ড থেকে অবশ্য ১৬ ম্যাচ দুরে এই স্পিনার। মাত্র ২৭ টেস্টে ৭ বার দশ উইকেট নেয়ার রেকর্ড আছে সিডনি বার্নসের।
ইংল্যান্ড : ৪০০ ও ৫৫.৩ ওভারে ১৯৫ (আগের দিন ১৮২/৬) (বেয়ার’শ ৫১, বাটলার ৬*, ওকস ০, রশিদ ২, অ্যান্ডারসন ২; ভুবনেশ্বর ১/১১, উমেশ ০/১০, জাদেজা ২/৬৩, অশ্বিন ৬/৫৫, জয়ন্ত ১/৩৯)। ভারত : ৬৩১
ফল : ভারত ইনিংস ও ৩৬ রানে জয়ী।
সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজের চার টেস্ট শেষে ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।