মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চার বছর ধরে চলছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই এ যুদ্ধ শুরু হয়েছিল। এ যুদ্ধের কারণে চীন থেকে গ্রাহকের জন্য আইটি হার্ডওয়্যার ও ইলেকট্রনিকস পণ্য আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত এসব পণ্যের আমদানি ৬২ শতাংশ কমেছে। যদিও এ সময়ে বিশ্বের অন্যান্য দেশ থেকে ৬০ শতাংশের বেশি আমদানি করেছে যুক্তরাষ্ট্র। আর এর মাধ্যমে দেশটির বাজারে পণ্য বিক্রির উল্লেখযোগ্য অংশ হারিয়েছে চীন। যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক দ্য পিটারসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ইকোনমিকস (পিআইআইই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৮ সালে চীন থেকে পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পিআইআইই জানায়, আধুনিক অর্থনীতির মূল অংশই হলো ইলেকট্রনিকস পণ্য। যদিও যুক্তরাষ্ট্রের বাজারে এখনো পণ্যটি আইটি হার্ডওয়্যার ও ইলেকট্রনিকস পণ্যের মতো জায়গা করে নিতে সক্ষম হয়নি। পিআইআইই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।