Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাড়ে ১২ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ৫:৪৪ পিএম

খুলনা থেকে চট্টগ্রাম গামী যাত্রীবাহী ৭টি বাস তল্লাশী করে প্রায় ১২ হাজার ৫শ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


রোববার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের শনিবার দিবাগত রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের পাগলা কর্তৃক স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শাম্‌স সাদেকীন এর নেতৃত্বে ধলেশ্বরী ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রাম গামী যাত্রীবাহী ৭টি বাস তল্লাশী করে প্রায় সাড়ে ১২ হাজার ৫০০কেজি (৩১২ মণ) বিষাক্ত জেলী পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।


কোস্ট গার্ডের মুখপাত্র জানান, জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার সম্মুখে জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ি মাটিতে পুতে নষ্ট করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোস্ট গার্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ