Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাকে টার্গেট করে রাশিয়ার বড় হামলা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ১০:১৮ এএম | আপডেট : ১১:২৭ এএম, ২৩ অক্টোবর, ২০২২

আবারও ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাকে টার্গেট করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। অন্ধকারে দেশটির ১৫ লাখ মানুষ। শনিবার ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর রয়টার্সের।

এ সময় তিনি দাবি করেন, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও মধ্যাঞ্চলে একযোগে চলে নাশকতা। রাজধানী কিয়েভের দক্ষিণ-পূর্বাঞ্চলেও হয়েছে হামলা। বিদ্যুৎ বিচ্ছিন্ন ওডেসার বিশাল এলাকা। জেলেনস্কি জানান, এদিন ৩৬টি রকেট ছুড়েছে পুতিন বাহিনী। বেশিরভাগ মিসাইল ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেন, এ ধরনের হামলা রুখতে পারবে না ইউক্রেনের অগ্রযাত্রা।

গত সপ্তাহ থেকে চলা মিসাইল ও ড্রোন হামলায় বিধ্বস্ত ইউক্রেনের ৩০ ভাগের বেশি বিদ্যুৎ স্থাপনা। যা দেশজুড়ে তৈরি করেছে বিদ্যুৎ সংকট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ