Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোসেনপুরে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ৪:১৪ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েকদিনে সড়ক দূর্ঘটনায় নিরীহ প্রাণ ঝড়ে যাওয়ার প্রতিবাদে নিরাপদ সড়ক চাই এর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ অক্টোবর) উপজেলা সদর হাসপাতাল মোড়ে মানবন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে স্থানীয় রক্ত কমল তরুণ দল সংগঠন। মিছিলটি হাসপাতাল চৌরাস্তা থেকে আরম্ভ হয়ে পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন-সাংবাদিক মো. জাকির হোসেন, রাজীব আহমেদ, তাশরিক খান আশিক ,সালমান হোসেন ও রিপন রাজ প্রমুখ। উল্লেখ্য গত বুধবার (২০অক্টোবর) দুপুরে হোসেনপুর-গফরগাঁও সড়কে বালুভর্তি ড্রাম ট্রাক চাপায় নির্মমভাবে পিষ্ঠ হয়ে উপজেলার ধনকুড়া গ্রামের সিরাজুল ওমরের পুত্র রফিকুল ওমর (১৭) নামে এক কিশোর নিহত হয় ও এনামুল গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন। এ ঘঠনায় ঘাতক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বক্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ