বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ইন্দেরহাট মিয়ারহাট বাজারে একটি মিষ্টান্ন ভান্ডার এবং দু'টি মুদি দোকানে ওই অভিযান পরিচালনা করেন ভোক্তাধিকার বিভাগীয় সহকারি পরিচালক দেবাশিষ রায়।
নোংরা ও অপরিস্কার পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে নিত্যানন্দন সাহা মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার টাকা, পন্যর দাম বেশি রাখায় মিয়ারহাট বাজারের শফিক ষ্টোরকে দু'হাজার এবং আরিফ ট্রেডার্সকে দু'হাজার টাকা সহ মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সাথে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: হারুন-অর-রশিদ সহ নেছারাবাদ থানা পুলিশের একটি দল।
অভিযান পরিচালক দেবাশিষ রায় বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অসৎ কোন ব্যবসায়িকে ছাড় দেয়া হবেনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।