Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারী হকি প্রশিক্ষণ

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী পহেলা জানুয়ারী ২০১৭ থেকে এক মাস ব্যাপী হকি প্রশিক্ষণ কর্মসূচী সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স এ শুরু হতে যাচ্ছে। আগ্রহীদেরকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অফিসে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিশেষ শিশু-কিশোর বার্ষিক ক্রীড়া উৎসব
স্পোর্টস রিপোর্টার : ১৫টি ডিসিপ্লিনে প্রায় তিনশতাধিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আগামী বুধবার শুরু হবে বিশেষ শিশু- কিশোরদের বার্ষিক ক্রীড়া উৎসব। দু’দিনব্যাপী এই উৎসবে অংশ নেয়া প্রত্যেক শিশুকেই বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এই ক্রীড়া উৎসবে বিভিন্ন প্রতিবন্ধী স্কুল ও সংগঠন থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নেবে। সাধারণত স্পেশাল ও প্যারা অলিম্পিকে যে ধরনের ইভেন্ট থাকে তার মধ্যে যেগুলো বাংলাদেশের সামর্থের মধ্যে রয়েছে, সেগুলো নিয়েই নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী

১৫ জানুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ