Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমা চেয়ে আগামী নির্বাচনে ট্রাস দলকে নেতৃত্ব দিতে চান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ক্ষমতায় টিকে থাকতে মরিয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস জোর দিয়ে বলেছেন যে আগামী নির্বাচনে তিনি কনজারভেটিভ পার্টিকে নেতৃত্ব দিতে চান। বাজার স্থিতিশীল রাখতে অর্থমন্ত্রী জেরেমি হান্টের উদ্যোগ যার মাধ্যমে প্রধানমন্ত্রীর কর ছাঁটের সিদ্ধান্তকে বাতিল করা হয়েছে এবং এসব কারণে অচলাবস্থায় লিজ ট্রাস তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। তার এক মাসের প্রধানমন্ত্রীত্ব সম্পর্কে তিনি বলেছেন যে এটা পুংখানুপুংখ ছিল না, তবে তিনি তার ভুল ধরতে পেরেছেন। এ বিষয়ে তিনি বলেন যে, সিদ্ধান্ত পরিবর্তন না করলে সেটা হতো দায়িত্বহীনতা। বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে লিজ ট্রাস বলেন যে, তিনি যুক্তরাজ্যের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে বদ্ধ পরিকর এবং তা অর্জন করতে একটু লম্বা সময় লাগতে পারে। তিনি বলেন, ‘আমি লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর বাস্তবায়ন আমরা করবো ভিন্ন ভাবে।’ লিজ ট্রাস এই কথাগুলো বলেন একটি নাটকীয় দিনের পর। ওই দিনে অর্থমন্ত্রী জেরেমি হান্ট গত মাসের সংক্ষিপ্ত বাজেটে ঘোষিত কর ছাড়ের প্রায় সব সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করেন। এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন বিনিয়োগকারীরা যা লিজ ট্রাসের অর্থনৈতিক এজেন্ডাকে অনিশ্চয়তায় ফেলেছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ওঠার এক সপ্তাহের মধ্যেই। তিনি সাক্ষাতকারে বিবিসির ক্রিস ম্যাসনকে বলেন, ‘যে ভুলগুলো আমি করেছি তার জন্য ক্ষমাপ্রার্থনা করছি।’ তিনি সব কিছু খুব দ্রæত করতে চাওয়ার বিষয়ে নিজের দায়-দায়িত্বকে স্বীকার করে নেন। লিজ ট্রাস বলেন, ‘আমি মনে করি এটা একজন সৎ রাজনীতিবিদের লক্ষণ যে নিজের ভুল স্বীকার করে নেয়। আর এখন সময় হয়েছে জনগণকে দেবার। তিনি জানান যে এখনও তিনি স্বল্প কর এবং উচ্চ প্রবৃদ্ধির নীতিতে বিশ্বাসী তবে বর্তমান সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টিই প্রধান অগ্রাধিকার পাবে। তবে যুক্তরাজ্যের ছায়া সরকারের অর্থমন্ত্রী জেমস মুরে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টি তার সংক্ষিপ্ত বাজেট দেয়ার পর যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারবে না। ক্ষমা প্রার্থনা বাস্তবকে পরিবর্তন করতে পারে না এবং ডাউনিং স্ট্রিটের কারণে এর মূল্য দিতে হচ্ছে কর্মজীবী মানুষকে।’ প্রসঙ্গত, দেড় মাসেরও কম সময় আগে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং এরই মধ্যে নিজের পদ সুরক্ষিত রাখতে বিদ্রোহীদের মোকাবিলা করতে হচ্ছে তাকে। একইসঙ্গে প্রধানমন্ত্রীত্ব ছাড়তে একের পর এক অপমানজনক আহŸান সত্তে¡ও নেতৃত্বে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন লিজ ট্রাস। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। গত শুক্রবার নতুন ব্রিটিশ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া জেরেমি হান্টের এই পদক্ষেপ ট্রাসের অবস্থানকে একটি অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলেছে। ক্ষমতাসীন কনজারভেটিভ এমপি রজার গেল অবশ্য জেরেমি হান্টকে যুক্তরাজ্যের ‘ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ বা প্রকৃত প্রধানমন্ত্রী হিসেবে আগেই আখ্যায়িত করেন। ব্রিটিশ রাজকোষের এই চ্যান্সেলর বলেন, কোনো সরকারই বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। তবে তিনি জোর দিয়ে বলেন, তার পদক্ষেপ জনসাধারণের অর্থের ওপর সুরক্ষা দেবে এবং নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করবে। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজের ভুল করার জন্য ক্ষমা চান এবং টোরিদের পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়া নিয়ে নিজের ইচ্ছার কথাও জানান। তিনি বলেন, তার অল্প সময়ের এই প্রধানমন্ত্রীত্ব ‘নিখুঁত ছিল না’, তবে নিজের ভুল ‘শুধরে’ নিয়েছেন তিনি। বিবিসি, এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ