Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর দৌড়ে ঋষিকে পিছনে ফেলে এগিয়ে গেলেন লিজ ট্রাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ৭:৪৫ পিএম

ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দলীয় সাংসদদের ভোটে এগিয়ে ছিলেন তিনিই। কিন্তু লড়াইয়ের পরিসর বাড়তেই কি বদলে যাচ্ছে বাজি? সমীক্ষা বলছে, ঋষি সুনক নয়, ব্রিটেনের দায়িত্বভার পেতে চলেছেন লিজ ট্রাস। দলের সাধারণ সদস্যদের মধ্যে ট্রাসের গ্রহণযোগ্যতা বেশি তা মেনে নিয়েছেন স্বয়ং ঋষিও।

বিশেষজ্ঞদের দাবি, একাধিক বিতর্ক সভায় জনমোহনী বাজেটের কথা বলাতেই দাবার চাল ঘুরতে শুরু করে। তার সঙ্গে পাল্লা দিতে বিদ্যুতের বিলে ভ্যাট ছাড়ের কথা বলেছেন ঋষি। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াইতে সেটা ঋষিকে কতটা ডিভিডেন্ট দেবে, তা নিয়ে সন্দিহান সমীক্ষকরা।

ঋষি না লিজ – বরিস জনসনের উত্তরসূরী হয়ে কে যাবেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে? টেমসের তীরে গত কয়েকদিন ধরে এই নিয়ে চলছে জোর জল্পনা। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, কনজারভেটিভ দলের ৮৯.২৯ শতাংশ সদস্য ভোট দেবেন বর্তমান বিদেশ ও কমনওয়েলথ মন্ত্রী লিজ ট্রাসকে। অন্যদিকে প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি পেতে পারেন মাত্র ১০ শতাংশ ভোট। এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদের জন্য ভোট দিচ্ছিলেন কনজারভেটিভ দলের সাংসদরা। এবার প্রধানমন্ত্রী নির্বাচন করবেন কনজারভেটিভ দলের সদস্যরা।

বর্তমানে ব্রিটিনের এই রক্ষণশীল দলের সদস্য সংখ্যা প্রায় ২ লক্ষ। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, তাঁদের মধ্যে ঋষির চেয়ে ট্রাসের জনপ্রিয়তা অনেক বেশি। আর এই পরিসংখ্যান সত্যি হলে প্রথম ভারতীয় বংশোদ্ভূতর ব্রিটিনের কুর্সিতে বসার স্বপ্ন অধরাই থেকে যাবে।

কনজারভেটিভ দলের মধ্যে থেকে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে ব্রিটেন জুড়ে চলছে বিতর্কসভা। সম্প্রতি এরকমই একটি বিতর্ক সভায় লিজ আশ্বাস দেন, ক্ষমতা পেলে করের ক্ষেত্রে বিশাল অঙ্কের ছাড় দেবেন তিনি। তার দাবি, মহামারীর জেরে ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ খুবই জরুরি। পালটা ঋষির যুক্তি, অবাস্তব কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এভাবে কর ছাড় দিলে পরবর্তীকালে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। সূত্রের খবর, এরপরই চড়চড় করে বাড়তে থাকে লিজের জনপ্রিয়তা। সূত্র: ডেইলি মেইল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ