Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা বিনিয়োগকারীদের বিরুদ্ধে জিম্বাবুয়েতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১:৪৭ পিএম

আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে চীন পরিচালিত কোম্পানিগুলো খনি শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন ও দুর্বল নিরাপত্তার জন্য তুমুল বিতর্কের মুখে পড়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য বিজনেস স্টান্ডার্ড।

আফ্রিকা ডেইলি জানিয়েছে, চীনা খনি মালিকদের খারাপ আচরণ এবং স্থানীয়দের শোষণের ঘটনা দীর্ঘদিন। চীনা বিনিয়োগকারীরা স্থানীয় শ্রমিকদের বিরুদ্ধে চুরিরও অভিযোগ, গালাগাল, এমনকি শারীরিক-মানসিক নির্যাতনও করে থাকেন।

প্রাকৃতিক সম্পদ শাসন সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআরডি) জানিয়েছে, জিম্বাবুয়ের ওডজিতে চীনা খনির কার্যক্রম স্পষ্টভাবে আইনের লঙ্ঘন। কারণ সেখানকার শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে।

সম্প্রতি দেশটির মুতারে নামের একটি জেলার ওডজি পেরি শহুরের একটি চীন চালিত স্বর্ণের খনি কোম্পানির বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং শ্রম আইন ও প্রবিধান লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, নিজ শিল্পের কাঁচামালের যোগান দিতে আফ্রিকান দেশগুলোয় ব্যাপক বিনিয়োগ করছে বেইজিং। কিন্তু বিনিয়োগ করা দেশগুলোর পরিবেশের দিকে নজর দিচ্ছে চীন। সবচেয়ে বড় অভিযোগ শ্রম আইন অমান্য ও শ্রমিকদের সঙ্গে অসদাচরণ করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ