Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৫:২২ পিএম

চট্টগ্রামের রাউজানে ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত দত্ত (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার চুয়েট এলাকায় এই ঘটনা ঘটে। পরে রবিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকা শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শান্ত উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর দমদমা চৌধুরী বটতল এলাকার তিলক দত্তের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই অভি। তিনি বলেন, শান্ত পাইপ-পিটার ও রাজমিস্ত্রির কাজ করতো। গত বুধবার চুয়েট এলাকার একটি পাকা ভবনে কাজ করার সময় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতে তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

পল্লী বিদ্যুতের নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম অশিক সিকদার বলেন, ভবনটির দু’তলায় নির্মাণকাজের জন্য রড উঁচু করার সময় রডের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলেটার মৃত্যু হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ