Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশ্বব্যাপী ইসলামী শিক্ষা বিস্তারে জামেয়ার অবদান অপরিসীম

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ্ গতকাল (শনিবার) সকালে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জামেয়ার ক্লাস, আইসিটি, আইটি, মাল্টিমিডিয়া ক্লাস, বিজ্ঞানাগার, লাইব্রেরি ও ভৌত অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে অধ্যক্ষ কার্যালয়ে মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সূচনা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সোলাইমান আনসারী। মুফাস্সির মাওলানা মুহাম্মদ বখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ছগীর ওসমানী, মুফতি মাওলানা সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান। সভা শেষে তাকে আঞ্জুমান ট্রাস্ট প্রকাশিত দরবারের ৩০ পারা দরূদ শরিফ, শাজরা শরিফ, মাসিক তরজুমান, মুক্তির দিশারী ও মানবাধিকার প্রকাশনা প্রদান করা হয়।
ভিসি আহসান উল্লাহ তার বক্তব্যে বলেন, জামেয়া বিশ্বব্যাপী ইসলামী শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখে চলেছে। আল্লাহর এক মহান অলির হাতে প্রতিষ্ঠিত এ জামেয়া ইসলামী শিক্ষা বিস্তার ও যোগ্য আলিম সৃষ্টিতে অনন্য। তিনি মাদরাসা শিক্ষার উন্নয়নে জামেয়ার শিক্ষকদের আরো বেশি দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। আলোচনায় শিক্ষকমÐলী মাদরাসা শিক্ষা সিলাবাসে কুরআন-হাদিস ও আরবি সাহিত্য পাঠ বৃদ্ধির উপর জোর দেন। এতে মাদরাসার হাদিস, ফিক্হ, তাফসির, অনার্স বিভাগ ও অন্যান্য বিভাগের প্রবীণ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ