মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরান শুধু আসক্তি প্রতিরোধে নেতৃস্থানীয় দেশ নয়, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনেও এগিয়ে রয়েছে দেশটি। এই তথ্য জানিয়েছেন ইরানে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিনিধি রবিন নন্দি।
মঙ্গলবার খোরাসান রাজাভির মাশহাদে মেয়েদের জন্য প্রথম স্বাস্থ্য ও ক্ষমতায়ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি শিশু ও কিশোর-কিশোরীদের বিশেষ করে মেয়েদের আসক্তির বিরুদ্ধে লড়াইয়ে ইরানের দৃঢ়তারও প্রশংসা করেন। খবর বার্তা সংস্থা ইরনার।
জ্ঞানীয় এবং আচরণগত পদ্ধতিগুলি দুর্বল কিশোর এবং যুবকদের স্থিতিস্থাপকতা এবং দক্ষতাকে শক্তিশালী এবং দৃঢ় করতে সহায়তা করতে পারে উল্লেখ করে নন্দি বলেন, এই পরিষেবাগুলি ভালভাবে সরবরাহ করা গেলে আসক্তি প্রতিরোধ, চিকিৎসা এবং পরিচর্যা পদ্ধতির গুণগত মান এবং কার্যকারিতা বৃদ্ধি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।