Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় ৬৫ লাখেরও বেশি শিশুর সহায়তা প্রয়োজন: ইউনিসেফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ৫:২০ পিএম

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) গতকাল (রোববার) জানায় যে, এখন সিরিয়ায় মোট ৬৫ লাখেরও বেশি শিশুর সহায়তা প্রয়োজন; যা সিরিয়া সংকটের ১১ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সংকট এখনও চলছে। এ বছরের প্রথম তিন মাসে মোট ২১৩টি শিশু সংঘর্ষে হতাহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোতে প্রায় ৫৮ লাখ শিশুর সাহায্য প্রয়োজন। খাদ্যসহ মৌলিক জীবনযাত্রার উপকরণের ক্রমবর্ধমান দামের কারণে অনেক পরিবারের জীবন কষ্টকর হয়ে পড়েছে।

ইউনিসেফ জানায়, শিশু সহায়তার প্রয়োজন বাড়ছে এবং মানবিক অভিযানে প্রয়োজনীয় পুঁজির পরিমাণ হ্রাস পাচ্ছে। বিভিন্ন পক্ষকে সমর্থন দেওয়া এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজনৈতিক পরিকল্পনায় উপনীত হওয়ার মাধ্যমে সিরীয় সংকটের সমাধান করার আহ্বান জানায় ইউনিসেফ। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউনিসেফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ