নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম-বার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপের খেলা। সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ৬ জাতির এই আমন্ত্রণমূলক দলগত টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও বিশ^ দাবা সংস্থার জোন ৩.২ এর ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার দাবাড়–রা অংশ নেবেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শেষে শীর্ষস্থানে থাকা তিনটি দলকে নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হবে। সুপার লিগেও রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে খেলবেন দাবাড়–রা। টুর্নামেন্টে ১০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে। যার মধ্যে চ্যাম্পিয়ন দল ৪ হাজার, রানার্সআপরা ৩ হাজার, তৃতীয় স্থান অর্জনকারী দল ২ হাজার এবং চতুর্থ হওয়া দল পাবে এক হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার। বুধবার দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।