Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাই ওপেনে পাঁচ দাবাড়ু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ৮:২৮ পিএম

দুবাই চেস অ্যান্ড কালচারাল ক্লাবে শনিবার থেকে শুরু হওয়া দুবাই ওপেন দাবা টুর্নামেন্টে বাংলাদেশের পাঁচ দাবাড়– অংশ নিচ্ছেন। এরা হলেন- গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, মেহেদী হাসান পরাগ ও তৈয়বুর রহমান সুমন। গতকাল এ তথ্য জানান বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। তিনি আরও জানান, নয় রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৩৫টি দেশের ১৭৮ জন দাবাড়ু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩৩ জন পুরুষ ও দু’জন নারী গ্র্যান্ড মাস্টার, ৩১ জন পুরুষ ও দু’জন নারী আন্তর্জাতিক মাস্টার, ৩১ জন ফিদে মাস্টার, পাঁচজন ক্যান্ডিডেট মাস্টার ও একজন নারী ক্যান্ডিডেট মাস্টার রয়েছেন। টুর্নামেন্টটি শেষ হবে ৪ সেপ্টেম্বর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবা

৯ জানুয়ারি, ২০২৩
১২ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ