Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাই ওপেন দ্বিতীয় স্থানে জিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ৯:০৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান ২২তম দুবাই ওপেন দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান তিন খেলায় আড়াই পয়েন্ট পেয়ে ১৮ জন খেলোয়াড়ের সঙ্গে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দেড় পয়েন্ট, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান ১ পয়েন্ট করে পেয়েছেন। সোমবার রাতে তৃতীয় রাউন্ডের খেলায় জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার রৌনক সাদভানীর সঙ্গে ও ফিদে মাস্টার তাহসিন উজবেকিস্তানের মুস্তাফায়েভ নিহাদের সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের শেখ সুমির আর্শের কাছে, ফিদে মাস্টার পরাগ ভারতের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখের কাছে ও ফিদে মাস্টার তৈয়ব ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার দিমাকিলিং ওলিভারের কাছে হেরে যান। চতুর্থ রাউন্ডের খেলা মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৭টায় শুরু হয়। চতুর্থ রাউন্ডে জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার হার্ষা ভারতককটির সঙ্গে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ মালয়েশিয়ার লাদাহ যোস ইয়েসের সঙ্গে, ফিদে মাস্টার তাহসিন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মাস্টার কাইবোকারভ তিমুরের সঙ্গে, ফিদে মাস্টার পরাগ ভারতের আবিদ আরি মুজাওয়ারের সঙ্গে ও ফিদে মাস্টার তৈয়ব ভারতের সাদাভ রোওটেলার বিপক্ষে খেলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবা

৯ জানুয়ারি, ২০২৩
১২ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ