Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

দাবা ফেডারেশনের কাছে ইতালি দূতাবাসের দুঃখপ্রকাশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৮:১৯ পিএম

বিশ^ জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার জন্য বাংলাদেশের দাবাড়– ও কর্মকর্তাদের ভিসা দেয়নি ঢাকাস্থ ইতালিয় দূতাবাস। যে কারণে এ আসরে খেলতে যাওয়া হয়নি লাল-সবুজের দাবাড়–দের। বেশ কয়েকদিন ধরে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশের দাবা অঙ্গনে। অবশেষে নড়েচড়ে বসলেন ইতালি দূতাবাসের কর্মকর্তারা। তারা দুঃখপ্রকাশ করলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের কাছে। জানা গেছে, মঙ্গলবার ইতালিয়ান দূতাবাসের এক কর্মকর্তা দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য এবং ইতালিতে বিশ^ জুনিয়র চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দলনেতা মাহমুদা হক চৌধুরি মলির কছে দুঃখ প্রকাশ করেছেন। বুধবার এ তথ্য জানান মলি। এদিন দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আয়োজিত শেখ রাসেল আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল ইতালিয়ান দূতাবাস আমাকে ডেকেছিল। আমি সেখানে গিয়ে তাদের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। ওই কর্মকর্তা বারবারই আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন। এতবার দুঃখ প্রকাশ করায় এক পর্যায়ে আমি ‘ ইটস ওকে’ বলেছি। পরবর্তীতে যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তারা দেখবেন বলে জানিয়েছেন।’ মলি আরো বলেন, ‘ইতালি দূতাবাসের কর্মকর্তা বলেছিলেন পুনরায় আবেদন করলে দ্রুততম সময়ের মধ্যে ভিসা দেওয়া হবে বাংলাদেশের দাবাড়–দের। তবে টুর্নামেন্ট ইতোমধ্যে শুরু হয়ে যাওয়ায় এ ব্যাপারে আমাদের কোন আগ্রহ নেই বলে জানিয়েছি দূতাবাসের ওই কর্মকর্তাকে।’

ইতালিতে বিশ^ জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার জন্য বিমান টিকিট ও অন্যান্য আনুষাঙ্গিক ব্যাপারে বাংলাদেশের কয়েক লাখ টাকা খরচ হয়েছে। সেই ক্ষতিপূরণের জন্য ফিদের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। এই অর্থ পাওয়া যাবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। তিনি বলেন, ‘ফিদেকে আমরা জানিয়েছি। আশা করি তারা আমাদের ক্ষতিপূরণের অর্থ বুঝিয়ে দেবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবা

৯ জানুয়ারি, ২০২৩
১২ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ