Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত সীমান্তে চীনের সামরিক মহড়া

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক  : ভারতকে চাপে রাখতে বিশাল সামরিক মহড়া শুরু করল চীন। একেবারে ভারতের শরীর ঘেঁষে জিনজিয়াংয়ে বড়সড় মহড়া চালাল চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র। চীনের পশ্চিমাঞ্চলের এই অংশটির সঙ্গে ভারত, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের সীমান্ত রয়েছে। পিএলএ-র ওয়েস্টার্ন কমান্ডের এই মহড়ায় প্রায় ১০ হাজার সেনা অংশ নেয়। ভারত ও চীনের মধ্যে বিতর্কিত এলাকা আকসাই চীনের দায়িত্ব রয়েছে ওয়েস্টার্ন কম্যান্ডের ওপর। চীনের সরকারি সংবাদমাধ্যম পিপলস ডেইলি-তে এই মহড়ার কথা জানানো হয়েছে।
মহড়ার মধ্যে যেমন রয়েছে নকল যুদ্ধ, গোয়েন্দা তথ্য বিনিময়, শত্রুপক্ষের শক্তি নির্ণয় এবং হঠাৎ যে কোনো ধরনের আক্রমণ মোকাবিলা। এই এলাকাতে হলেও এই মহড়া অন্তত গোপনে চালানো হয়েছে। সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন, নিঃসন্দেহে ভারতকে চাপে ফেলতেই এহেন সামরিক মহড়া চালিয়েছে চীন। এই অঞ্চলে সীমান্ত নিয়ে ভারত ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে চীনের সমস্যা নেই। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার মিটার উঁচুতে সাতটি পাহাড় এলাকাজুড়ে এই মহড়া হয়েছে। আজাদ কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর এই মহড়া করল চীন। আরো তাৎপর্যপূর্ণ ব্যাপার, পাক সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল কামার জাভেদ বাজওয়া দায়িত্বভার গ্রহণের পরপরই চীনের মহড়াটি অনুষ্ঠিত হলো। ভারতকে চাপে ফেলতে চীনের এই মহড়া পাক বাহিনীর মনোবল বাড়িয়ে দেবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অন্যদিকে, চীনের এই গোপন মহড়ার দিকে কড়া নজর রাখছে ভারত। ভারত-চীন সীমান্ত এলাকাতে বাড়ানো হয়েছে সামরিক নিরাপত্তাও। সেনা জওয়ানদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। কলকাতা টোয়েন্টিফোর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ